পাবনায় কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধ নিহত

প্রথম পাতা » আবহাওয়া » পাবনায় কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধ নিহত
বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

পাবনা সাগরকন্যা প্রতিনিধি॥
পাবনার চাটমোহরে চোর ধরতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে বলে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান। নিহত রব্বান আলী (৬৫) উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। বিলচলন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম বলেন, চড়ইকোল গ্রামের এরশাদ আলীর বাড়ি থেকে একটি মহিষ চুরি করে কাভার্ডভ্যানে নিয়ে পালাচ্ছিল চোরেরা। বিষয়টি টের পেয়ে রব্বানসহ এলাকাবাসী রাস্তায় দাঁড়িয়ে কাভার্ডভ্যানটি আটনোর চেষ্টা করলে চালক লোকজনের উপর দিয়েই চালিয়ে দেয়। এ সময় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই রব্বানের মৃত্যু হয় বলে শহীদুল জানান। কাভার্ডভ্যান ও এর চালককে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে পরিদর্শক শরিফুল জানান।

বাংলাদেশ সময়: ১০:৪১:২২ ● ৫৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ