নেছারাবাদে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ
সোমবার ● ১৮ এপ্রিল ২০২২


নেছারাবাদে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

পিরোজপুরের নেছারাবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। ২০০২১-২২ অর্থ বছরে খরিপ-১ ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন। উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন,  উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান,  প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ। সভাশেষে উপজেলার এক হাজার চারশত পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  প্রতিজনকে ৫কেজি আউস ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

 

 

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:১৮:০৩ ● ৩২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ