বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ ছাতকবাসী

প্রথম পাতা » সর্বশেষ » বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ ছাতকবাসী
শনিবার ● ১৬ এপ্রিল ২০২২


---

মীর আমান মিয়া লুমান, ছাতক প্রতিনিধি॥
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ ছাতকবাসী। ইফতার, তারাবিহ ও সাহরির সময়েও থামছে না এ ভেলকিবাজি। এতে পবিত্র মাহে রমজানেও মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরে এমন পরিস্থিতিতে বিদ্যুৎ গ্রাহকেরা চরম ক্ষুব্ধ। বিশেষ করে তারাবিহ নামাজের সময়, সাহরি ও ইফতারের সময় বিদ্যুতের ভেলকিবাজি মানুষ মেনে নিতে পারছেন না। ভ্যাপসা গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোজাদারসহ সব শ্রেণীর মানুষ।

স্থানীয়রাদের সাথে কথা বলে জানাযায় , গত কয়েয়কদিন ধরে দিনে রাতে পনেরো-ষোলবার বিদ্যুৎ আসা যাওয়া করছে। এমনকি তারাবিহ নামাজ, সাহরি ও ইফতারের সময় বিদ্যুৎ থাকে না। অসহনীয় মাত্রার লোডশেডিংয়ে ব্যবসা-প্রতিষ্ঠান ও অফিসের কাজকর্মের ব্যাগাত ঘটছে। বিদ্যুতের এমন দুরবস্থা কবে নাগাদ কাটিয়ে উঠবে কর্তৃপক্ষ। এক ঘণ্টা থেকে শুরু করে দুই বা আরও অধিক সময় পর্যন্ত চলে লোডশেডিং। এ কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অফিসে নেমে এসেছে স্থবিরতা।

এব্যাপারে ছাতক বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর সাথে মোবাইলে একধিকবার  যোগাযোগের চেষ্টা করা হলে, মোবাইলে রিং হচ্ছে কেউ কল রিসিভ করছেন না।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩১ ● ১৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ