কাউখালীতে কৃষকদের মধ্যে বীজ ধান ও সার বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের মধ্যে বীজ ধান ও সার বিতরণ
মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০২২


কাউখালীতে কৃষকদের মধ্যে বীজ ধান ও সার বিতরণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে চাষিদের মাঝে আঊশ চাষের প্রণোদনার সার-বীজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাষিদের হাতে সার বীজ তুলে দিয়ে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার(১২এপ্রিল) সকালে কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, সহকারি কমিশনার(ভুমি)জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আজিমসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে খরিপ মৌসুমে আউশ উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ৩৫০ জন কৃষকে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ধান,২০ কেজি ডিএপি, এবং ১০  কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৩:০৯ ● ৫০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ