রোহিঙ্গা সংকট সামাধানে ফ্রান্সের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » সর্বশেষ » রোহিঙ্গা সংকট সামাধানে ফ্রান্সের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সাগরকন্যা ডেস্ক ॥
রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্স সরকারের সহযোগিতা ও সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার ফ্রান্সের আন্তঃসংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের আন্তঃসংসদীয় প্রতিনিধিদলের নেতারা বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জ্যকি দেরোমেদি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্সের দৃঢ় সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগের জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ফ্রান্সের প্রতিনিধিদল সরকারের প্রশংসা করে। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্স সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান প্রতিনিধিদলের সদস্যরা।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫৯ ● ৪৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ