নেছারাবাদে স্কাউটস দিবস পালন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে স্কাউটস দিবস পালন
শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২


নেছারাবাদে স্কাউটস দিবস পালন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“প্রত্যেকে আমরা পরের তরে” থিমে নেছারাবাদে বাংলাদেশ স্কাউটসের ৫০ বছর পূর্তি ও বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দিবসটি পালনে সকালে উপজেলা স্কাউটস ভবনের সামনে জাতীয় ও স্কাউটের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে প্রার্থনা সংগীত ও মাস্ক বিতরণ শেষে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটগন অংশ নেয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন। উপজেলা স্কাউটসের কমিশনার প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক লিডার ট্রেনার এস এম জাকির হোসেন। উপজেলা স্কাউটসের সহ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহ সভাপতি প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ, উপজেলা স্কাউটসের সাবেক কমিশনার মো. শাহ আলম বাহাদুর প্রমুখ।
এসময় উপজেলা স্কাউটসের কাব লিডার মো. রফিকুল ইসলাম রুমি, উপজেলা স্কাউটসের গনসংযোগ বিষয়ক সদস্য মো. হযরত আলী হিরু ও প্রধান শিক্ষিকা সীমা হালদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৫:৫২ ● ১৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ