কাউখালীতে কেজি দরে তরমুজ বিক্রি করায় জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কেজি দরে তরমুজ বিক্রি করায় জরিমানা
শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২


ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় ছবিটি ধারণ করা হয়েছে।

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে তরমুজ অতিরিক্ত দাম ও কেজি দরে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮এপ্রিল) দুপুর ১২ টার দিকে দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ খালেদা খাতুন রেখা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ খালেদা খাতুন রেখা বলেন, মৌসুমী  ফল তরমুজ অতিরিক্ত দাম ও কেজি দরে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে অন্যান্য দ্রব্যমূল্যের দাম যেন কোন ব্যবসায়ী বেশি না রাখেন সেজন্য সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচআর/এনবি

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৩ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ