আমতলীতে তিন বরেন্য সাংবাদিককে সংবর্ধনা

প্রথম পাতা » গণমাধ্যম » আমতলীতে তিন বরেন্য সাংবাদিককে সংবর্ধনা
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
তিন বরেন্য সাংবাদিক এটিএন বাংলার সিও জ.ই মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মিঠুকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার আমতলী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা কমিটির আহবায়ক রেজাউল করিম বাদলের সভাপতিত্বে বরেন্য এ তিন সাংবাদিককে সংবর্ধনা দেয়া হয়। ওই তিন সাংবাদিক ছাড়াও মিডিয়া ও নাট্য ব্যক্তিত্ব  মেহের আফরোজ শাওন ও বিশিষ্ট চিত্র শিল্পী কারুটির্টার্সকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুস চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, থানা ভারপ্রপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জিব দাস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আবু ছালেহ জাফর, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। বরগুনা জেলা বাসস সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্না, বরগুনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, আমতলী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি,  ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল, আমেরিকা প্রবাসী মোঃ আবু সালেহ হিরণ, মেহেদী হাসান রানা ও সৌদি প্রবাসী মনিরুজ্জামান প্রমুখ।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩২ ● ২১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ