নিত্যপণ্যের দাম বেশি রাখায় কলাপাড়ায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » নিত্যপণ্যের দাম বেশি রাখায় কলাপাড়ায় ১০ ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০২২


ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় ছবিটি ধারণ করা হয়েছে।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়ায় নিত্যপণ্যের দাম বেশি রাখার দায়ে ১০ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কলাপাড়া মাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এসময় কলাপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বাজার দরের তুলনায় বেশি রাখায় ৩ মুদী দোকানী, ২ মুরগী ব্যবসায়ী এবং ৫ কাঁচামাল ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। পুরো রমজান মাস জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইউএনও।

বাংলাদেশ সময়: ২২:৫২:০৪ ● ৩৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ