কুয়াকাটা সৈকতে চলতি মাসের সবচেয়ে বড় মৃত কচ্ছপ উদ্ধার

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে চলতি মাসের সবচেয়ে বড় মৃত কচ্ছপ উদ্ধার
মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০২২


 

উদ্ধার হওয়া মৃত কচ্ছপ।

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে একটি বিশাল আকৃতির মৃত কচ্ছপ। মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপটি স্থানীয়রা দেখতে পায়।

প্রতক্ষদর্শীদের ধারনা, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। কুয়াকাটা সৈকতে চলতি মৌসুমে উদ্ধার হওয়া মৃত কচ্ছপের মধ্যে এটাই সবচেয়ে বড় বলে জানিয়েছেন তাঁরা। চলতি বছর ২৬ মার্চ প্রথম দফায় মৃত দু’টি কচ্ছপ উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। সর্বশেষ পঞ্চম দফায় মোট একই প্রজাতির ৮টি কচ্ছপ উদ্ধার হওয়ার তথ্য জনিয়েছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, বিপন্ন প্রজাতির এসব কচ্ছপ বা ডলফিনের মৃতদেহ কুয়াকাটা সৈকতে বার বার ভেসে এলেও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

পটুয়াখালী জেলা বন বিভাগের প্রাথমিক ধারণা, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপ মৃত্যুর কারণ হতে পারে।

 

বাংলাদেশ সময়: ১৪:৫২:১৬ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ