কলাপাড়ায় মৃত্যু দাবির চেক হস্তান্তর

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মৃত্যু দাবির চেক হস্তান্তর
শনিবার ● ২ এপ্রিল ২০২২


কলাপাড়ায় মৃত্যু দাবির চেক হস্তান্তর

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়ায় রুপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর মৃত দাবি চেক হস্তান্তর ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বেলা ১১ টার দিকে কলাপাড়া পৌর শহরের ফেরীঘাট সংলগ্ন মৃধা ভবনে রুপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।
রুপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃএর অফিস ইনর্চাজ মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। চাকামইয়া ইউপি সদস্য ও রুপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃএর ডিজিএম মো.আমির হোসেন খান,র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর-আন থেকে তেলোয়াত করেন হাফেজ মাওলানা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকলীন সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এসকে রঞ্জন, খলীলুর রহমান রেজা, ইউনিট ম্যানেজার মো. কিবরিয়া, ম্যানেজার একরামিন খান প্রমুখ।
উল্লেখ্য চাকামইয়া চুঙ্গাপাশা গ্রামের মো.আক্কাস হোসেনের স্ত্রী মোসা.শাহীনুর বেগম (৪২) এর মৃত্যুতে এ মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর করা হয়। সে বারো বছর মেয়াদী মাসিক পাঁচশত টাকার ডিপিএস খুলেন। তেরো কিস্তিতে ছয় হাজার পাঁচশত টাকা প্রদান করার পর তাঁর মৃত্যু হয়। বীমার নীতিমালা অনুসারে তাঁর নমিনী  বড় ছেলে শাহীনের কাছে ৭০ হাজার ছয়শত টাকার চেক হস্তান্তর করা হয়।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪৮ ● ১৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ