দশমিনায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা
বুধবার ● ৩০ মার্চ ২০২২


দশমিনায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী দশমিনায় ব্রাক সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেল্প) এর আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্ব^য় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ডেপুটি ম্যানেজার ব্রাক কালা চাঁদ দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ নূরে আবেদিন সিফাত, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম,  থানা উপ-পুলিশ পরিদর্শক আবীর গোলদার, একাধিক প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিবাহ রেজিস্টার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান, স্থানীয় সংবাদকর্মী, ব্রাক আইন ও সহায়িকা উল্কা বিশ্বাস,  সিপিপি প্রশিক্ষক পপিএম বাদল, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এনজিও প্রতিনিধি প্রমূখ।###

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৯:২৬ ● ১৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ