গলাচিপার সন্তান বিসিএস শিক্ষা সমিতির যুগ্ম মহাসচিব নির্বাচিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপার সন্তান বিসিএস শিক্ষা সমিতির যুগ্ম মহাসচিব নির্বাচিত
রবিবার ● ২৭ মার্চ ২০২২


গলাচিপার সন্তান বিসিএস শিক্ষা সমিতির যুগ্ম মহাসচিব নির্বাচিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃতিসন্তান বিপুল চন্দ্র সরকার বিসিএস শিক্ষা সমিতির নির্বাচনে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হওয়ায় গলাচিপাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গত রবিবার (২০ মার্চ) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন-২০২২ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর চলে ভোট গণনা। শুক্রবার (২৫ মার্চ) রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল চন্দ্র সরকার বিপুল ভোটে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। তার বিজয়ে গলাচিপাবাসী গর্বিত।
বিপুল চন্দ্র সরকার গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরাও তাকে অভিনন্দন জানান। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম পরিচালক ও পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরে কর্মরত আছেন।
২১তম বিসিএস’র মাধ্যমে তিনি সহযোগী অধ্যাপক বাংলা বিষয়ে নিয়োগ পান। গলাচিপা উপজেলাবাসীর পথ প্রদর্শক হিসেবে তিনি ভূমিকা পালন করছেন। তিনি নির্বাচিত হওয়ায় গলাচিপা প্রেসক্লবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় তাকে অভিনন্দন জানান।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৪ ● ২১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ