গৌরনদীতে কলেজ শিক্ষিকার স্বণের্র চেইন ছিনতাই

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে কলেজ শিক্ষিকার স্বণের্র চেইন ছিনতাই
রবিবার ● ২৭ মার্চ ২০২২


গৌরনদীতে কলেজ শিক্ষিকার স্বণের্র চেইন ছিনতাই

গৌরনদী (বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মৃণালিনী বিশ^াসের গঁলার দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করেছে মোটর সাইকেলের তিন আরোহী। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পশ্চিম বার্থী শামচুল হক পাওলানের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কলেজ শিক্ষিকা মৃণালিনী বিশ^াস বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ওইদিন রাতেই গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনার জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশ বার্থী বাজার থেকে একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়াবেটিস রোগের কারণে ওই কলেজের শিক্ষক দম্পতি প্রতিদিনের ন্যায় সকাল সন্ধ্যায়  বার্থী-ভালুকশী সড়ক  দিয়ে পায়ে হেটে  বেড়ায়। ওই সড়ক  দিয়ে শিক্ষক দম্পত্তি পায়ে হেটে ভাড়াটিয়া বাসায় ফেরার পথিমধ্যে শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পশ্চিম বার্থী গ্রামের শামচুল হক পাওলানের বাড়ির কাছে পৌছে। এ সময় একটি মোটর সাইকেল যোগে তিন আরোহী ধীরগতিতে ওই শিক্ষক দম্পত্তিকে অতিক্রমকালে এক আরোহী  শিক্ষিকা মৃণালিনী বিশ^াসের গঁলায় থাবা দিয়ে দেড় ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে  যায়।   তখন শিক্ষক দম্পত্তির ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসার পূর্বে  ওই মোটর সাইকেলটি বার্থী বাজার  হয়ে  বরিশাল-ঢাকা মহাসড়কে উঠে  গৌরনদীর দিকে পালিয়ে যায়।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত)  মো. হেলালউদ্দিন  জানান, এ ঘটনায় বার্থী বাজার থেকে একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ওই মোটর সাইকেলের তিন আরোহীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:১৭ ● ১৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ