গলাচিপায় মামলা তুলে নিতে আসামীদের হুমকি!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মামলা তুলে নিতে আসামীদের হুমকি!
শনিবার ● ২৬ মার্চ ২০২২


গলাচিপায় মামলা তুলে নিতে আসামীদের হুমকি!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র সংঘর্ষের ঘটনায় মামলা করায় বাদী ও সাক্ষীদেরকে আসামীপক্ষ হুমকি প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোলখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী গ্রামের মো. আলী আশরাফ তালুকদারের স্ত্রী মোসা. রেখা বেগম (৪৫) গলাচিপা থানায় বৃহস্পতিবার (২৪ মার্চ) একটি মামলা করেন। যার মামলা নম্বর ১১ তারিখ- ২৪মার্চ ২০২২। মামলা করায় আসামী পক্ষের লোকেরা বাদী ও সাক্ষীদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি, মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে। বাদী ও সাক্ষীরা আসামী পক্ষের লোকজনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে মোসা. রেখা বেগম বলেন, “আসামী বাহাদুর তালুকদার, মামুন তালুকদার, মিলন তালুকদার, সুলতান তালুকদার আমাকে মামলা তুলে নিতে বলেছে। তা না হলে আমাকেসহ সাক্ষীদের মারধর ও হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। আমার বিরুদ্ধে পটুয়াখালী ও গলাচিপা আদালতে মিথ্যা মামলা দিবে বলে প্রচারণা চালাচ্ছে। ভয়ে আমরা এখন ঘর থেকে বের হতে পারছি না। আসামী পক্ষের ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি।
”এ বিষয়ে মামুন তালুকদারের কাছে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে সাক্ষী মোসা. রেহেনা বেগম বলেন, আসামীরা এলাকায় দাপট দেখিয়ে যাচ্ছে। তাদের ভয়ে আমরা এখন পালিয়ে থাকছি। যেকোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে আসামী পক্ষের লোকজন। এ বিষয়ে আবু তালেব বলেন, মামলা করার পর থেকে আমরা আসামীদের ভয়ে বাড়ী যেতে পারছি না। এ বিষয়ে রেখা বেগম গলাচিপা থানায় শনিবার (২৬মার্চ) একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নম্বর ১০৩৯ তারিখ- ২৬ মার্চ ২০২২।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৮ ● ৪৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ