গৌরনদীতে বই প্রদর্শনী ও ফ্রি চিকিৎসা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে বই প্রদর্শনী ও ফ্রি চিকিৎসা
শুক্রবার ● ২৫ মার্চ ২০২২


গৌরনদীতে বই প্রদর্শনী ও ফ্রি চিকিৎসা

গৌরনদী (বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বই প্রদর্শনী ও বিক্রি, ফ্রি চিকিৎসা, ফ্রি রক্তের গ্রুপ নির্নয়, আউটসোসিং সেমিনার ও দেশ-বিদেশী পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।
হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জাসওয়েল এর যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকালে বই প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান  ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান ও হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক  রাহিতুল ইসলাম, অধ্যক্ষ অসীম কুমার সিকদার, শরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, গৌরনদী বিআরডিবি’র সাবেক চেয়ারমম্যান জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ব্যাংক এশিয়ার বিভাগীয় প্রধান মোঃ মশিউর রহমান। আবুল কালাম আজাদের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাস্টার আতাউর রহমান, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, শান্ত কুমার মন্ডলসহ অন্যান্যরা।

বিকেএস/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:৩৪:০৫ ● ১৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ