রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

প্রথম পাতা » সর্বশেষ » রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন -রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভ
সাগরকন্যা ডেস্ক ॥
রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটোভ সাাৎ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা ও সমর্থন চান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় রাশিয়া। ওষুধ শিল্পখাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৭ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ