গলাচিপায় ঘূর্ণীঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ঘূর্ণীঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া
শুক্রবার ● ২৫ মার্চ ২০২২


গলাচিপায় ঘূর্ণীঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় সিপিপি’র ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৫টায় উপজেলার আটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন স্থানীয় সাংসদ এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, বরিশাল বিভাগীয় সিপিপির উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও সিপিপির উপজেলা টিম লিডার আবু হেনা মু. শোয়েব (আশিষ ঢালী)। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, উপজেলা সিপিপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিপিপির ডাকুয়া ইউনিয়ন টিম লিডার রাকিব মোল্লা।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৫:২৯ ● ৪৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ