গলাচিপায় ঐতিহ্যবাহি শীতলা ও কালিমন্দির সংস্কারের দাবি

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ঐতিহ্যবাহি শীতলা ও কালিমন্দির সংস্কারের দাবি
শুক্রবার ● ২৫ মার্চ ২০২২


গলাচিপায় ঐতিহ্যবাহি শীতলা ও কালিমন্দির সংস্কারের দাবি

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ভক্তরা পুরনো ঐতিহ্যবাহী জড়াজীর্ণ শ্রী শ্রী শীতল ও কালি মন্দির সংস্কারের জোর দাবি জানিয়েছেন। কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একশ বছরের পুরনো শ্রী শ্রী শীতলা ও কালি মন্দির। এটি উপজেলার অন্যতম প্রাচীনতম ‘কালি মন্দির’ হিসেবে সুপরিচিত। মন্দিরটি ১৩২৫ বঙ্গাব্দে নির্মিত হয়ে ছিল। নির্মাণ শৈলী অনুযায়ী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ধারণা করেন, ১শ’ বছর আগে একজমিদার এটি নির্মাণ করেন। কালি মন্দিরটি প্রায় ১২শতাংশ এলাকাজুড়ে অবস্থিত। যা মন্দিরের নিজস্ব জায়গা। মন্দিরের ভক্ত পরেশ দাশ, ভবরঞ্জন সাহা, স্বপন সাহা, যাদব দাস জানান, এটি বহুবছর আগের মন্দির। এখানে প্রতি বছর চৈত্রের শেষে শীতলা পূজা ও কালি পূজা হত। কিন্তু বর্তমানে রক্ষনাবেক্ষনের অভাবে মন্দিরটি জড়াজীর্ণ অবস্থায় পড়ে আছে। আগের মত আর পূজা দেয়া যাচ্ছে না।বিগত ঘূর্ণিঝড়ে মন্দিরটির ছাউনি উড়ে যাওয়ায় ভক্তদের প্রার্থনা করতে কষ্ট হচ্ছে। এ বিষয়ে মন্দিরের সভাপতি নেপাল সাহা বলেন, প্রতিবছর এখানে পূজা হয়। টাকার অভাবে মন্দিরটি এখন জড়াজীর্ণ অবস্থায় পড়ে আছে। সরকারি ভাবে অনুদান পেলে মন্দিরটি ফিরে পেতে পাওে তার পুরনো ঐতিহ্য। শ্রী শ্রী শীতলা ও কালি মন্দিরের ভক্ত ও সাবেক কাউন্সিলর আশিষ সাহা বলেন, গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড সাহা পাড়ায় রাস্তার পাশে অনেক পুরনো এই মন্দিরটিতে প্রতিবছরই পূজা অর্চনা হয়। বছর দুয়েক আগে মন্দিরের সীমানা প্রাচীর নির্মানের ব্যবস্থা করলেও মন্দিরের কোন সংস্কার বা রক্ষনাবেক্ষনের কোন ব্যবস্থা করা হয় নি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়রসহ সকল মহলের সদয় দৃষ্টি কামনা করছি। যাতে মন্দিরটি ফিরে পেতে পারে তার আগের সৌন্দর্য।
এ বিষয়ে পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, বরাদ্দ আসলে মন্দিরটির জন্য ব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, মন্দিরটির সম্পর্কে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:০৪:২৭ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ