চরফ্যাশনে আকস্মিক ঘুর্ণিঝড়ে পাঁচশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত-ফসল নষ্ট

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে আকস্মিক ঘুর্ণিঝড়ে পাঁচশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত-ফসল নষ্ট
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

আমির হোসেন, চরফ্যাশন থেকে॥
চরফ্যাশনে উপজেলা কাল বৈশাখের ঝড়ের তান্ডবে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত, জমির ফসল নষ্ট হয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি গ্রস্থ এলাকাগুলো পরিদর্শন ও তাদের সার্বিক খোঁজ-খবর নিতে বুধবার সকালে চরফ্যাশন উপজেলা কোস্ট্র ট্রাস্ট কর্তৃক পরিচালিত জলবায়ু ফোরাম দল মাঠে নেমেছে। সরকারের পাশাপাশি এই ফোরামও ক্ষতিগ্রস্থের তালিকা সংগ্রহ করে ক্ষতি পুরনের আশ^াস দিয়েছেন। জলবায়ু ফোরামের জেলা কমিটির সদস্য, চরফ্যাশন উপজেলা সভাপতি আসীম কুমার চন্দ্র, সদস্য পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, কুচিয়ামারা ফাজিল মাদ্রাসার প্রভাষক মো.কামরুজ্জামান সমন্বয়ে একটি টিম নিয়ে ক্ষতিগ্রস্থের এলাকায় গুলো পরিদর্শন করেছেন। এবং তাদের ক্ষয় ক্ষতির পরিমান তালিকা করা হচ্ছে।
উল্লেখ্য গত সোমবার ভোররাত থেকে হঠাৎ আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপকূলীয় এলাকা শশীভূষণ, জাহানপুর, চরমাদ্রাজের কিছু অংশ দিয়ে মেঘনা নদী হয়ে ঢালচর ইউনিয়ের বাড়িঘর লন্ডভন্ড করে বয়ে গেছে। সঙ্গে বৃষ্টিও হয়েছে। বৃষ্টিতে উপকূলের কৃষকের ফসলের মাঠ ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডবে কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে একযোগে গুচ্ছগ্রামের প্রায় তিন শতাধিক ঘরসহ প্রায় পাঁচ শতাধিক। ঘরে চাপা এবং উড়ে এসে টিনের চাল পড়ে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১০জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শশীভূষণ এলাকার আলেফা বেগম(৪০)এর অবস্থা আশংখ্য জনক। তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে। বাকিরা হলেন, জাহানপুর এলাকার মো.শফিক মাঝি(৩৫), লালমোহন উপজেলার মালেখা বেগম(৬০), টেংরাখালী বিকস ফিল্ড রাসেল(২৮), রমজান আলী(১৫), রাজু(২৩), ফজর আলী(২৬), ইবাদুল(২০), ইয়াছিন(১৬), হাফিজুর রহমান(১৮) আহত হয়েছে। বুধবার পর্যন্ত বড় ধরণের বৃষ্টিপাত না হলে পুুরোদিন ব্যাপী গুড়ি গুড়ি বৃষ্টিতে জনদুর্ভোগ তৈরি করছে। কৃষকের মাথা হাত। এভাবে বৃষ্টি না থামলে এবছরের সকল ফসল নষ্ট হয়ে যাবে। কিছুই ঘরে তোলা সম্বব হবেনা।
উপজেলা নিবাহী কর্মকর্তা মো.রুহুল আমিন বলেন, ক্ষতিগ্রস্তের তালিকা সংগ্রহ করা হয়েছে। সরকারিভাবে বরাদ্ধের জন্য তালিকাও পাঠানো হয়েছে। এই উপজেলা প্রায় দুই কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে বিভিন্ন তথ্য মতে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, চরফ্যাশন ও মনপুরা অঞ্চলের প্রবল ঘর্ণিঝড়ে আঘাত প্রাপ্ত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করার নির্দেশ দেয়া হয়েছে। তালিকা আসলে পরবর্তী সহযোগিতার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৭ ● ৪৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ