গলাচিপায় ভেঙ্গে পড়েছে জরাজীর্ণ পুল!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ভেঙ্গে পড়েছে জরাজীর্ণ পুল!
রবিবার ● ২০ মার্চ ২০২২


গলাচিপায় ভেঙ্গে পড়েছে জরাজীর্ণ পুল!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিনের জরাজীর্ণ লোহার পুল ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেরুখার বাজারে। বাজার সংলগ্ন লোহারপুলটি বিকট শব্দে খালের উপর আছড়ে পড়ে যায়। তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য মো. বাদল খাঁন। শেরুখার বাজার সংলগ্ন লোহার পুলটি নির্মিত হয়েছিল বেশ কয়েক বছর আগে। অত্যন্ত জনবহুল এই ব্রীজ, এই ব্রীজ দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, বয়োবৃদ্ধ, শিশু ও রোগীসহ প্রতিদিন প্রায় হাজার মানুষের যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শনিবার (১৯ মার্চ) শনিবার হটাৎ করে বিকট শব্দে আতংকিত হয় এলাকার সাধারণ মানুষ। মানুষ চলাচলের এক মুহুর্তে সেই লোহার পুলটি ভেঙ্গে চুরে খালের উপড়ে পড়ে যায়। বড়ধরণের দূর্ঘটনা না ঘটলেও মানুষ নিরাপদে তীরে এসে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শী মো. নজরুল ইসলাম বলেন, আমরা ব্রীজটি দিয়ে পার হয়ে ওপারে যাওয়ার সময় হঠাৎ একপাশ থেকে একটা শব্দ আসে এতে আমরা দ্রুত ব্রীজ থেকে নেমে যাওয়ার সময় পুরো পুলটি ভেঙ্গে পরে নিমিষেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে অপর একজন প্রত্যক্ষদর্শী মো. বাচ্চু শরীফ বলেন, অনেক পুরনো লোহার ব্রীজটি ভেঙ্গে পড়ায় আমরা এখন এপার থেকে ওপারে যেতে পারছিনা। এতে অনেক সমস্যার সম্মুখিন হইতেছি আমরা। ব্রীজটি নতুন করে তৈরি না হলে আমাদের দুর্ভোগের সীমা থাকবে না। এ বিষয়ে ইউপি সদস্য বাদল খাঁন বলেন, ব্রীজটি আসলেই দু’পারের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেঙ্গে যাওয়ার বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির হাওলাদার বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাবো। গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবী এখানে এই লোহার পুলটি অতিদ্রুত মেরামত করে জনগনের চলাচলে উপযোগি করে দেওয়া হোক।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৯:২৮ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ