আমতলীতে স্কুল সভায় হামলা, আহত-৬

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে স্কুল সভায় হামলা, আহত-৬
শনিবার ● ১৯ মার্চ ২০২২


আমতলীতে স্কুল সভায় হামলা, আহত-৬

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজে আয়োজিত শিক্ষার মান উন্নয়ন সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও অভিভাবকসহ ৬ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনা ঘটেছে শনিবার সকালে।
জানাগেছে, আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল এবং কলেজে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সভা আহবান করেন স্কুল কর্তৃপক্ষ। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রভেসর মোঃ ইউনুস মিয়া। প্রধান অতিথি সভায় আসার পুর্বে সাবেক কাস্টম কর্মকর্তা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম হাওলাদার সভা পন্ড করতে মাইক বন্ধ করে দেয় এবং সভায় আগত অতিথিদের উপর আবুল কালাম আজাদ, আলম, সাগর, হাবিবুর রহমান ও জাফরসহ ৩০-৪০ জনে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় নাশির মোল্লা, মনিরুল ইসলাম মনির, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, শিক্ষক জাহিদুল ইসলাম, সাইদ হাওলাদার ও আজিমুল হক আহত হয়। আহতদের প্রাথমিক চিৎিৎসা দেয়া হয়েছে। এ সময় স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সভায় আসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা দৌড়ে স্কুল ভবনে অবস্থান নেয়। খবর পেয়ে গাজীপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। শিক্ষা বোর্ড চেয়ারম্যান  সভায় আসার পরে সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী মোঃ সোহেল রানা, বশির মোল্লা, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ও আবুবকর দর্জি বলেন, সাবেক কাস্টম কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলামের নেতৃত্বে ৩০-৪০ জন লোক এসে সভা পন্ড করতে সভায় আসা লোকজনের উপর হামলা চালিয়েছে। এ সময় স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আরো বলেন, এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মৃধা বলেন, পরিকল্পিতভাবে সভা পন্ড করতে সাবেক কাস্টম কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদার ও তার লোকজন সভায় অতর্কিত হামলা চালিয়েছেন। তাদের হামলায় স্কুল শিক্ষক ও অভিভাবকসহ ৬ জন আহত হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
সভায় হামলায় নেতৃত্ব দেয়া সাবেক কাষ্টম কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদারের মুঠোফোনে (০১৭৪৯১৬৫৬৫৮) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
গাজীপুর পুলিশ ফাড়ির এসআই মোঃ আব্দুল হক গাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪০ ● ১৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ