চরফ্যাশনে সেই ভিক্ষুককে ইউএনও’র সহায়তা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে সেই ভিক্ষুককে ইউএনও’র সহায়তা
শনিবার ● ১৯ মার্চ ২০২২


চরফ্যাশনে সেই ভিক্ষুককে ইউএনও’র সহায়তা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের চরমানিকা ২নং ওয়ার্ডের ভিক্ষুক ছলেমা বেগম তার স্বামীর চিকিৎসার জন্যে যোগারকৃত টাকা ছিনতাই হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বিষয়টি শুনে মহিলাকে নিজ বাসভবনে ডেকে নিয়ে তাকে ৯হাজার টাকা প্রদান করেন।
ভিক্ষুক ছলেমা বেগম জানান, শনিবার তিনি তার স্বামী সেকান্দরকে দীর্ঘ ৮দিন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করেন। ডাক্তার বলেছেন. তার কিডনি সমস্যা ঢাকা নিতে হবে। ভিক্ষুকের শেষ সম্ভল একটি ছাগল ও ৪ মুরগী চরফ্যাশন বাজারে বিক্রি করে জ্যাকব টাওয়ারের কাছে ভিক্ষা করতে আসেন। এই সময় দুপুর ১টার দিকে জণৈক ব্যক্তি তার টাকা গুলো গণে দিবে বলে হাতে নেয়। হঠাৎ দৌঁড় দিয়ে পালিয়ে যায়। ভিক্ষুক তাকে চিনতে পারেনি। জ্যাকব টাওয়ারে কান্নাকাটি করতে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান তাকে বাসায় যেতে বলেন। তার বাসায় গিয়ে ভিক্ষুকের বর্নণা শুনে তার ছিনতাই হওয়ায় ৮হাজার ৮শ টাকার পরিবর্তে ৯হাজার টাকা প্রদান করেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৫ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ