আমতলীতে যৌন হয়রানীর মামলায় বাদী গ্রেফতার!
প্রথম পাতা »
বরগুনা »
আমতলীতে যৌন হয়রানীর মামলায় বাদী গ্রেফতার!
বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
মিথ্যা যৌন হয়রানীর মামলায় বাদী শিখা রানীকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের নির্দেশে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের র্ভারপাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, ২০১৪ সালে আমতলী উপজেলা পরিষদ সড়কের সুভাস চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী যৌন হয়রানীর অভিযোগ এনে পৌর কাউন্সিলর মোঃ জান্নাতুল ফেরদৌসের নামে আমতলী থানায় মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ২০১৫ সালের ৯ ফ্রেব্রুয়ারী বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে আসামী ফেরদৌসের বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দেয়। ছয় বছর মামলটি আদালতে বিচারাধীন অবস্থায় একজন স্বাক্ষীও আদালতে স্বাক্ষ্য দেয়নি। পরে আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান আসামী জান্নাতুল ফেরদৌসকে খালাস দিয়ে মামলাটি নিস্পত্তি করে দেন এবং একই আদেশে বাদী শিখা রানীর বিরুদ্ধে আসামীকে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ ( সংশোধিত ২০০৩) ৯ এর ৪ (খ) ১৭ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।
আসামী জান্নাতুল ফেরদৌস এ বছর ২ফেব্রুয়ারী বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান বাদী শিখা রানীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার রাতে পুলিশ শিখা রানীকে তার বাড়ী থেকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মোঃ জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে হয়রানী করতে শিখা রানী মিথ্যা মামলা দায়ের করেছে। মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় আদালতের বিচারক আমাকে খালাস দিয়ে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ঘটনায় আমি বিচার চাই।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী শিখা রানীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ২১:২৪:৫১ ●
৯৩৫ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)