খাঁটি মুসলমান হতে হলে ইসলামের হুকুম আহকাম মেনে চলতে হবে-পীর সাহেব ছারছীনা

প্রথম পাতা » পিরোজপুর » খাঁটি মুসলমান হতে হলে ইসলামের হুকুম আহকাম মেনে চলতে হবে-পীর সাহেব ছারছীনা
সোমবার ● ১৪ মার্চ ২০২২


খাঁটি মুসলমান হতে হলে ইসলামের হুকুম আহকাম মেনে চলতে হবে-পীর সাহেব ছারছীনা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বলেছেন, মুসলমান দাবী করবেন আর ইসলামের আদেশ নির্দেশ মাবেন না তা কি করে সম্ভব। কোরান সুন্নাহ’র আদলে জীবন গড়তে হবে। ইহকালের শান শওকত নিয়ে পড়ে থাকবেন, নামাজ রোজার ধার ধারবেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, মদ খাবেন, জুয়া খেলবেন, বেবিচারে মত্ত থাকবেন আর মুসলমান দাবী করবেন তা হতে পারে না। সমাজ ফ্যাতনা ফ্যাসাদে ভরে গেছে। এর প্রভাব থেকে নিজে, পরিবার ও সমাজকে মুক্ত রাখতে ইসলামী আদলে জীবন গড়ে তুলতে হবে। খাঁটি মুসলমান হতে হলে ইসলামের হুকুম আহকাম মেনে চলতে হবে।
সোমবার (১৪ মার্চ) যোহর নামাজবাদ ছারছীনা শরীফের ১৩২ তম বার্ষিক ঈছালে সওয়াব মাহফিলের আখেরী মোনাজাত পূর্বে বয়ানে তিনি এসব কথা বলেন। পীর সাহেব আরো বলেন, ইসলাম জোর করে চাপিয়ে দেওয়া কোন বিষয় নয়। এ দরবারের ছিলছিলা যদি মানেন তাহলে এলাকায় এলাকায় কাজ করতে হবে। আপনার এলাকার ভুল পথে যাওয়া মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার দায়ীত্ব আল্লাহওয়ালা মানুষদের। বিপথগামীদের বুঝিয়ে ধর্মের পথে আনতে এসব মাহফিল জলসার আয়োজন করা হয়। আলেম ওলামারা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। আমরা রাজনীতি করিনা। এ দরবার রাজনৈতি মুক্ত। আমরা আল্লাহ ও তার প্রিয় রসুলের কথা বলি। সুতরাং সকলকে বুঝে শুনে কাজ করতে হবে। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজান পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। লাখ লাখ মানুষের ক্রন্দনের রোল পড়েযায় গোটা মাহফিলে। আখেরী মোনাজাতে অংশ নিয়ে বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, অমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মো. এনামুল হক, বায়তুল মোর্কারম মসজিদের খতীব মাওলানা কফিল উদ্দিন সরকার, পীর সাহেবের বড় জামাতা মাওলানা নুরুর রহমান বেগ। উপস্থিত ছিলেন  ইউএনও মো. মোশারেফ হোসেন, ওসি আবীর মোহাম্মদ হোসেনসহ বিশিষ্ট ওলামাগন। তিনদিন ব্যাপী ওই মাহফিলে দেশের খ্যাতনামা আলেম ওলামাগন লাগাতার ভাবে ওয়াজ নসিহত করেন। সোমবার ফজর নামাজ বাদ জিকিরের পর তালিম দেন পীর সাহেবের বড় ছেলে আলহাজ¦ মাওলানা আবু নসর নেছার উদ্দিন হোসাইন আহম্মেদ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৬ ● ১৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ