নেছারাবাদে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
শনিবার ● ১২ মার্চ ২০২২


নেছারাবাদে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২মার্চ) উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজের আয়োজনে ওই স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী ও শিক্ষার্থী নাজিফা। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:৪৪ ● ৩৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ