পিরোজপুরে নারী দিবসে নির্যাতন রোধে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে নারী দিবসে নির্যাতন রোধে মানববন্ধন
বুধবার ● ৯ মার্চ ২০২২


পিরোজপুরে নারী দিবসে নির্যাতন রোধে মানববন্ধন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্বাধীনতা মঞ্চে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আয়োজনে ও সেতু গণ নাটক দলের অংশগ্রহনের গণনাটক “অঙ্গীকার” প্রদর্শণী হয়। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটি, হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম, ডাক দিয়ে যাই সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপীর সভাপতিত্বে ও পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সনাকের সহ-সভাপতি খায়জুরান দিরোজ, ব্রাকের জেলা সমন্নয়কারী বিভঞ্জন বিশ্বাস,রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী  পরিচালক মাইনুল আহসান মুন্না প্রমুখ। এসময় ৩ সফল নারীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করে ব্রাক।
এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩১ ● ৪০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ