আমতলীতে জমিজমার একই ঘটনায় দু’টি মামলা!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জমিজমার একই ঘটনায় দু’টি মামলা!
বুধবার ● ২ মার্চ ২০২২


আমতলীতে জমিজমার একই ঘটনায় দু’টি মামলা!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

মিথ্যা মামলা দিয়ে হয়রনাী করতে একই ঘটনায় কানিজ ফাতেমা শিল্পী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ডেনি মল্লিক এমন অভিযোগ করেন। দ্রুত মামলা প্রত্যাহার করে হয়রানী বন্ধের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, ১৯৭৭ সালে উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া মৌজায় কাছেম আলী সিকদার ছত্তার মল্লিকের কাছ থেকে ১০ একর জমি ক্রয় করেন। ওই জমি খাদিজা বেগম তার দাবী করে  পটুয়াখালী জেলা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় খাদিজার পক্ষে ডিগ্রী দেন আদালত। জজ আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে ছত্তার মল্লিকের স্ত্রী রোকেয়া বেগম আদালতে আপিল করেন। আদালতের বিচারক খাদিজার পক্ষের রায় স্থগিতাদেশ দেন। আদালতের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে খাদিজা বেগম পুনরায় আপিল করেন। আদালতের বিচারক ওই স্থগিতাদেশ বাতিল করেন দেন। ওই রায়ের বিরুদ্ধে রোকেয়া বেগম হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের বিচারক ্একেএম শহিদুল হক গত বছর ১৩ ডিসেম্বর নি¤œ আদালতের আদেশ ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন। গত ২৫ বছর ধরে ওই জমি ছত্তার মল্লিকের ওয়ারিশগণ ভোগদখল করে আসছে। এ বছর ওই জমির ধান ছত্তার মল্লিকের ওয়ারিশগণ কেটে নেন। এ জমির ধান কানিজ ফাতিমা শিল্পী  তার দাবী করে গত বছর ২৯ ডিসেম্বর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে ডেনি মল্লিককে প্রধান আসামী করে ৩৬ জনের বিরুদ্ধে ধান কাটা মামলা দয়ের করেন। আদালতের বিচারক ওই মামলাটি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলামকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই মামলা দায়েরের তিন দিন পরে এ বছর গত ২ জানুয়ারী একই ঘটনায় একই আদালতে একই আসামীর বিরুদ্ধে পুনরায় মামলা দায়ের করেন। ওই মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান আমতলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত  করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  মামলার প্রধান আসামী ডেনি মল্লিকের অভিযোগ মিথ্যা ঘটনায় হয়রানী করতে কানিজ খাতেমা শিল্পী বাদী হয়ে একই আদালতে একই ঘটনায় একই আসামী দিয়ে দুটি মিথ্যা মামলা দায়ের করেছেন। মিথ্যা মামলার সুবিধা করতে না পারায় ভয়ে হয়রানী করতেই দুটি মিথ্যা মামলা করেছে। এ মামলা প্রত্যাহরের দাবী জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, গত ২৫ বছর ধরে ছত্তার মল্লিকের ওয়ারিশগণ ওই জমি ভোগদখল করে আসছে এবং তারাই ওই জমির ধান তিনিই কেটে নেন। কিন্তু কানিজ ফাতিমা শিল্পী ধান তার দাবী করে মামলা দিয়েছেন।
দুটি মামলার প্রধান আসামী ডেনি মল্লিক বলেন,আমার জমির ধান আমি কেটে নিয়েছে। কিন্তু কানিজ ফাতিমা শিল্পী হয়রানী করতে ৩৬ জনের নামে একই ঘটনায় একই আদালতে দুটি মিথ্যা মামলা করেছেন। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।
মামলার বাদী কানিজ ফাতেমা শিল্পী মামলা দিয়ে হয়রানীর কথা অস্বীকার করে বলেন, বড় বোন খাদিজা বেগম অসুস্থ্য থাকায় তিনি মামলা করতে পারেনি। তাই আমি একই দুটি মামলা করেছি।
আমতলী থানার ওসি মোঃ একেএম মিজানুর রহমান বলেন, মামলার তদন্ত কাজ চলছে। দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:৩২ ● ৫৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ