কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯


---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে তের হাজার পাঁচশত  টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এবং পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা এবং কাউখালী থানার পুলিশ সদ্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সালের বিভিন্ন ধারায়  মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় করায় কাউখালীর দক্ষিণ বাজারে বিসমিল্লাহ ট্রেডার্সকে চার হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় জাহাঙ্গীর ট্রেডার্সকে আট হাজার টাকা এবং জননী পোল্টি ফার্মকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

আরএইচআর/এনইউবি

বাংলাদেশ সময়: ১৫:০০:৩৫ ● ৫৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ