গলাচিপায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
রবিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২২


গলাচিপায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, সহকারি কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান। উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৯:৫৫ ● ৫২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ