চরফ্যাশনে আবাসিক এলাকায় ডিটারজেন্ট কারখানা!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে আবাসিক এলাকায় ডিটারজেন্ট কারখানা!
শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২


চরফ্যাশনে আবাসিক এলাকায় ডিটারজেন্ট কারখানা!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশন পৌরসভা ৭নং ওয়ার্ড “উত্তর মাদ্রাজ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়” সংলগ্ন আবাসিক এলাকায় চলছে অবৈধ ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানা। প্রশাসনের সামনে এই সকল অবৈধ কারখানার ফলে দূষিত হচ্ছে পরিবেশ।
স্থানীয় সূত্রে জানাযায়, এই কারখানায় রিন ও ডিজিটাল পাউডাার প্রস্তুত করে বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন হাটবাজারে। লাইসেন্স বিহীণ এই কারখানায় অবৈধ মজুদ রাখা হয় নিষিদ্ধ এসিড। তার তীব্র গন্ধে দূষণ হচ্ছে পরিবেশ। উত্তর মাদ্রাজ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার দুশ্চিন্তায় অভিভাবকরা। উত্তরমাদ্রাজ গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রের পিতা আবুল হাসেম বলেন, বিদ্যালয়ের পাশে এই ডিটারজেন্ট পাউডার কারখানা নির্মিত হওয়ার ফলে গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। সড়ক দিয়ে হাটা কষ্টকর হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবী করছি।
এই ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, এই গুলো সরকারি নিয়মের বর্হিভূত। নিয়ম মানা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১২:২৩ ● ৫২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ