মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ১০দোকান-বসত:ঘর পুড়ে ছাই

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ১০দোকান-বসত:ঘর পুড়ে ছাই
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২


মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে দোকানসহ ১০ঘর পুড়ে ছাই

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে সাতটি দোকান ও ৩টি বসত ঘর সহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলা সদরের পৌর মার্কেটে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্হানীয়রা প্রায় আড়াই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা ফায়ার সার্ভিস সূত্র জানান, অগ্নিকান্ডে ওই মার্কেটে থাকা বাংলাদেশ ফল ভান্ডার, মদিনা সুইটস, বাবুল লাইব্রেরী এন্ড প্রেস,লক্ষি নারায়ন জুয়েলার্স, অশোক স্টুডিও, মুক্তা জুয়েলার্স, অনুরাধা বিউটি পার্লার এ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিস ও স্হানীয়রা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে জেলার ভান্ডারিয়া ও বরগুনার বামনা ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট এ আগুন নিভাতে কাজ করেন। এতে প্রায় এক কোটি ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে এ পরিমান আরো বেশী হতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ সময় ওই সব দোকানের সাথে থাকা ৩টি বসত ঘরও পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতি গ্রহস্ত মালিক ও স্হানীয়রা জানান, অগ্নিকান্ডে প্রায় আড়াই থেকে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:৪৬ ● ৬৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ