কলাপাড়ায় ১৮লক্ষ চিংড়ির রেনু নদীতে অবমুক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ১৮লক্ষ চিংড়ির রেনু নদীতে অবমুক্ত
বৃহস্পতিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২২


কলাপাড়ায় ১৮লক্ষ চিংড়ির রেনু নদীতে অবমুক্ত

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় জব্দকৃত ১৮লক্ষ বাগদা চিংড়ির রেনু নদীতে অবমুক্ত করেছে র‌্যাব-০৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে হাজীপুর সংলগ্ন সোনতলা আন্দারমনিক নদীতে এসব রেনু অবমুক্ত করা হয়েছে। একইদিন বেলা এগারোটায় পটুয়াখালীর টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে প্লাস্টিক ড্রাম ভর্তি এসব রেনু জব্দ করা হয়। এসময় বাগদা রেনু ধরার অপরাধে আল মামুন(২৭)নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ।
র‌্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার শহিদুল ইসলাম জানান, কিছু অবৈধ মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব রেনু বাগেরহাট ও মোংলায় পাচার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়। জব্দকৃত এসব বাগদা রেনুর বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা হতে পারে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৯:১০ ● ৪৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ