ছাতকে বালু বিক্রির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার-১

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে বালু বিক্রির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার-১
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২


ছাতকে বালু বিক্রির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার-১

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এস আই ম‌হিন উ‌দ্দিনের নেতৃত্বে অ‌ভিযান চা‌লিয়ে পৌর শহরের সুরমা নদীর খেয়ার ঘাট এলাকা থেকে সুজন মিয়া(৪৫) নামে এক ব‌্যক্তিকে পু‌লিশ গ্রেপ্তার করে‌। সে উপজেলার পৌর শহরের তা‌তীকোনা গ্রামের ফজর আলীর পুত্র।

জানা যায়, দেশের বি‌ভিন্ন উপ‌জেলার ২০/২৫ বালু ব‌্যবসা‌য়িকে ছাতক থেকে বালু দেয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রায় অর্ধকো‌টি টাকা হা‌তিয়ে নেন । খুলনা রুপসা এলাকার মৃত ইছকন্দর আলীর ছেলে সৈয়দ ওবায়দুর ইসলামকে সুজন ছাতক বালু দেয়ার কথা বলে ১২লাখ টাকা হা‌তিয়ে নেন। দীর্ঘদিন ধরে খুলনায় বালু না দিয়ে আজ নয় কাল বলে সময় অ‌তিবা‌হিত করে প্রতারনা করতে থাকে। এ ঘটনায় থানায় একা‌ধিক শা‌লিশ বৈঠক অনু‌ষ্টিত হয়। ‌অবশেষে রুপসা এলাকার মৃত ইছকন্দর আলীর ছেলে সৈয়দ ওবায়দুর ইসলাম বাদী হয়ে সুজন‌ মিয়াকে প্রধান আসামী করে খুলনা আদালতে গত বছরে ২৭ এ‌প্রিল ২০২১ সালে মামলা দায়ের করেন। এ মামলার তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছাতক থানায় আসা মাত্র পু‌লিশকে গ্রেফতার করে ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।

 

এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৪ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ