কলাপাড়ায় মেগাপ্রকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মেগাপ্রকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২


কলাপাড়ায় মেগাপ্রকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ৬০ জনকে ক্ষতিপূরনের চেক বিতরন করা হয়েছে। সোমবার দুপুর একটায় উপজেলা দরবার হলে আনুষ্ঠানিক ভাবে ওইসব ক্ষতিগ্রস্থদের হতে চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগ সহ সভপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার প্রমুখ।
উল্লেখ্য উপজেলায় পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং ডালবুগঞ্জ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মানে ক্ষতিগ্রস্থদের মাঝে ৩ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬শ‘ ৬২ টাকার চেক প্রদান করা হয়।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:০৭ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ