একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২


একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ

সাগরকন্যা ডেস্ক রিপোর্ট॥

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে পুরো জাতি। রবিবার রাত ১২টায় দেশের সব শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আর নানা আয়োজনে ভাষা শহীদ ও সংগ্রামীদের স্মরণ করছে পুরো বাংলাদেশ। কোভিড মহামারীর কারণে এবারও দিবসটি পালিত হচ্ছে হচ্ছে সীমিত পরিসরে। রাত ১২টার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ ভিড় করেন শহীদ মিনার অভিমুখী রাস্তায়। স্থানীয় সাংসদ, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাগরকন্যার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর:
পিরোজপুরঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এ যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ হাকিম হাওলাদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গলাচিপা (পটুয়াখালী)ঃ
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে গলাচিপা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। এছাড়াও সভায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দুমকি(পটুয়াখালী)ঃ
পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে দুমকি উপজেলা পরিষদ চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন মাসুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব, দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন। বক্তৃতা করেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নেছারাবাদ (পিরোজপুর)ঃ একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন, প্রভাত ফেরি, গণ সংগীত, আলোচনা সভা ও নানান অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে সোমবার নেছারাবাদে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিনভর নানান অনুষ্ঠান আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে শহিদ মিনার পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির,ওসি আবির মোহাম্মদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ ।
চরফ্যাশন (ভোলা):
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চরফ্যাশনে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সোমবার সকাল থেকে চরফ্যাশন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সেটেলমেন্ট অফিস, আইনজীবি সমিতিসহ সামাজিক রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে পুষ্পঅর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখেন। শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ সভায় পুরস্কার বিতরণ করা হয়।
ওসমানীনগর (সিলেট)ঃ
দিবসের প্রথম প্রহরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। সোমবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল হাতে সমবেত হন।রাত ১২:০১ মিনিট থেকে শ্রদ্ধা নিবেদন করেন, ওসমানীনগর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা নির্বাচন অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ অফিস, আনছার ভিডিপি, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, কৃষকলীগ, সেচ্ছা সেবকলীগ, যুবলীগ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ছাত্রলীগ ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের স্বরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:০৭ ● ১৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ