নবাবগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নবাবগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২২


নবাবগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নবাবগঞ্জে ১(কোটি) টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় নবাবগঞ্জ থানা পুলিশ কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে। নবাবগঞ্জ থানাধীন ৯ নং কুশদহ ইউনিয়নের দেবীপুর মৌজাস্থ কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় জনৈক মোঃ আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলনকালে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি শ্রমিকরা দেখতে পান। বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯.৪ কেজি হয়। অনুমান ১(এক)কোটি টাকা। এখন এই জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটি বিজ্ঞ আদালতে নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদাউস ওয়াহিদ।


এমএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫০:০৯ ● ১৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ