বামনায় দু’ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » বামনায় দু’ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২২


বামনায় দু’ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনি’র নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে বামনা উপজেলা ছাত্রলীগ।
বুহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, যুবলীগ সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মুনইম তালুকদার, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২০২১সালের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী ও বিদ্রোহী তারিকুজ্জামান সোহাগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী তারিকুজ্জামান সোহাগের স্ত্রী রাজিয়া আক্তার বাদী হয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামলীগের ২৬জন নেতাকর্মীদের বিরুদ্ধে কোর্টে মামলা করেন।
সেই মামলায় গত বুধবার নেতাকর্মীরা কোর্টে হাজিরা দিলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলতের বিচারক  মো. রাসেল মজুমদার ছাত্রলীগ সভাপতি মোর্শেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনিকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫১ ● ২০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ