তজুমদ্দিনে মোবাইল চোরচক্রের হামলায় গৃহিণী আহত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে মোবাইল চোরচক্রের হামলায় গৃহিণী আহত
সোমবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২২


তজুমদ্দিনে মোবাইল চোরচক্রের হামলায় গৃহিণী আহত

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনের চাদঁপুর ইউনিয়নের আড়ালিয়া কালাশা গ্রামে মোবাইল চোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছে এক গৃহিণী। আহতাবস্থায় তাকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সুত্রে জানাগেছে, কালাশাহ মারকাজ মাদ্রাসার পাশে নুরুন্নবী র বাসা থেকে মোবাইল চুরি করে ওই এলাকার বশির মিয়ার নাতনি শাম্মী আক্তার। রবিবার বিকালে এই নিয়ে উভয় পরিবার মিমাংশায় বসেন। এসময় রবি আলমের স্ত্রী পিয়ারা বেগম টাকা ধার আনতে নুরনবীর স্ত্রী সাজেদা সাজুর কাছে যায়। পিয়ারা বেগম জানান, কিছুদিন আগে সোহেলের স্ত্রী এই শাম্মী আক্তার আমাদের মোবাইল চুরি করে ধরা পড়ে। রবিবার ওই বাড়ীতে আমাকে একা পেয়ে বশির মিয়ার মেয়ে চাম্পা বেগম, শিরিনা বেগম, পুত্রবধূ  সাজেদা বেগম, মেয়ের জামাই রিয়াজ ও নাতনী শাম্মী আক্তার মিলে এলোপাতারি মারপিট করে সাথে থাকা কানের দুল ও নাকের জিনিষ নিয়ে যায়। ঘর মালিক সাজেদা সাজু জানান, আমাদের মোবাইল চুরি মিমাংশার বিষয়টি দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে পিয়ারার উপর ৫ জনে হামলা করে। তার স্বামী সন্তান বাড়ীতে না থাকায় আমি তাকে হাসপাতালে নিয়ে যাই।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৫:৫৪ ● ৪৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ