আমতলীতে জিপিএ-৫ পেল ১৪১ পরীক্ষার্থী

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জিপিএ-৫ পেল ১৪১ পরীক্ষার্থী
রবিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২২


আমতলীতে জিপিএ-৫ পেল ১৪১ পরীক্ষার্থী

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলায় এইচএসসি পরীক্ষায় ১৪১ জন পরীক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে আমতলী সরকারী কলেজে ১০৮ জন এবং বকুলনেছা মহিলা কলেজে ২৪ জন। মোট পরীক্ষার্থীর ১৪ ভাগ জিপিএ-৫ পেয়েছে। ভালো ফলাফলে উচ্ছাসিত পরীক্ষার্থী ও অভিভাবকরা। গত সাত বছরের মধ্যে এ বছরই বেশী জিপিএ-৫ পেয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলার চারটি কলেজের এ বছর এইচএসসি পরীক্ষায়  এক হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৯’শ ৯৬ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে মাত্র ৩২ জন। জিপিএ- ৫ পেয়েছে ১৪১ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৪ ভাগ জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে আমতলী সরকারী কলেজে ১০৮, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে ২৪, ইউনুস আলী খান কলেজে ৭ এবং উত্তর সোনাখালী কলেজে ২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত ৭ বছরে আমতলীে উপজেলায় এতো বেশী জিপিএ-৫ পায়নি । এতো ভালো ফলাফলে উচ্ছাসিত পরীক্ষা ও অভিভাবকরা।
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ ফেরদৌসি আক্তার বলেন, ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন  উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।
আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন আহম্মেদ বলেন, ৬’শ ২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫’শ ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:৫৯ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ