নেছারাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন
শনিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২২


নেছারাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের জগন্নাথকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক লাল মিয়া (৮৬) শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)।

মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। শনিবার যোহরবাদ পুর্ব জগন্নাথকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন ও নেছারাবাদ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন গভীর শোক প্রকাশ করেন।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৪:৩৪ ● ৫৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ