চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞার জমিতে পুলিশের নোটিশ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞার জমিতে পুলিশের নোটিশ
বুধবার ● ৯ ফেব্রুয়ারী ২০২২


চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞার জমিতে পুলিশের নোটিশ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার এওয়াজপুর মৌজায় ৫৬শতাংশ জমিতে আদালতের স্থিথি রয়েছে। উক্ত স্থিতিকে অমান্য করে শশীভূষণ থানার ওসি সতর্কী করণ নোটিশ প্রদান করেছেন। জমির মালিক কামরুল ইসলাম অভিযোগ করেন, তাকে ওসি থানায় ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে বেড়াচ্ছেন।
জানা যায়, এওয়াজপুর মৌজায় কামরুল ইসলামের পিতা ১৯৯১সালে ক্রয়কৃত সম্পত্তির মালিক হয়ে ওয়ারিশ সূত্রে জমির মালিক রয়েছেন। উক্ত জমি আতিকুল ইসলাম এনাম দখলের পায়তারা করেন। এতে কামরুল ইসলাম ও ময়ফুল বেগমগংরা এনাম, হোসনে আরা সহ ৬জনকে বিবাদী করে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে দেঃনং ৫৫০/২১ মামলা দায়ের করেন। উক্ত মামলা আদালত ২০জানুয়ারী/২২ তারিখে স্থিতির আদেশ প্রদান করেন। আদালতের স্থিতিকে অমান্য করে ৬ ফ্রেরুয়ারী/২২ তারিখে শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারীর নির্দেশে এস আই মো. সমেছ আলী কামরুল ইসলাম, আজাদসহ ৮জনকে সতর্কীকরন নোটিশ প্রদান করেন।
কামরুল ইসলামের অভিযোগ, ওসি থানায় নিয়ে ওলামালীগের নেতাকর্মীদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন।
কামরুল ইসলামগনংরা বাদী হয়ে আদালতে ৬০/২০২২ মামলা দায়ের করলে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।
এই ব্যপারে স্থানীয় এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকন বলেন,৩২ শতক জমি নিয়ে আদালতের স্থিতি রয়েছে। ১৬ শতক নিয়ে কোন আইনী আদেশ নেই।
শশীভূষন থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বলেন, শান্তিশৃংখলার জন্যে সতর্ককরণ নোটিশ করা হয়েছে। তাকে কোন গালমন্দ করা হয়নি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:২২ ● ২১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ