নেছারাবাদে জাতীয়করণ দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জাতীয়করণ দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
বুধবার ● ৯ ফেব্রুয়ারী ২০২২


নেছারাবাদে জাতীয়করণ দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষকরা। বুধবার (৯ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করে ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, মাদ্রসার ডাটা বেইজ চুড়ান্ত করণ, মাদ্রাসায় পাঠদানে স্থাগিতাদেশ প্রত্যাহার করা, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করাসহ মোট ৮টি দাবি মানববন্ধনে তুলে ধরে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর বরাবরে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। মানববন্ধনে মাওলানা নুরুল আমীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আলাউদ্দিন,মোসাঃ মারুফা, মোঃ মোয়াজ্জেম হোসেন, গোলাম কিবরিয়া, মোঃ নুরুল আমীন প্রমুখ।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:২০ ● ২৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ