পটুয়াখালীতে ৫’শ কেজি জাটকা ইলিশ আটক

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ৫’শ কেজি জাটকা ইলিশ আটক
বুধবার ● ৯ ফেব্রুয়ারী ২০২২


পটুয়াখালীতে ৫’শ কেজি জাটকা ইলিশ আটক

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর টাউন কালিকাপুর রূপালী মৎস্য ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে ঢাকাগামী বেপারী পরিবহন যাত্রীবাহী বাস থেকে ৪’শ ৮০ কেজি জাটকা ইলিশ আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। বুধবার বিকেল পৌনে চারটায় অভিযান চালিয়ে ওই বাসের বক্স ও ছাদ থেকে উপরোক্ত জাটকা আটক করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ পরে জেলা মৎস্য অফিস থেকে বিভিন্ন মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং, বৃদ্ধাশ্রম ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়।

পটুয়াখালী মৎস্য বিভাগের খামার ব্যবস্থাপক শাহনাজ পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য বিভাগ ও পায়রাকুঞ্জ নৌপুলিশ ফাঁড়ির একটি দল পটুযাখালী-কুয়াকাটা মহাসড়কের টাউন কালিকাপুর রূপালী ফিলিং স্টেশনের উত্তর পাশে ঢাকাগামী বাস বেপারী পরিবহনে তল্লাশী চালায়। এসময় বাসের বক্সে ও ছাদে ৮টি ডালায় নিষিদ্ধ জাটকা ইলিশ পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৪’শ ৮০ কেজি।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:০৯ ● ৫৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ