দুমকিতে মোবাইল চুরির অপবাদে শিক্ষার্থীর মাথা ন্যাড়া করে দিল ইউপি সদস্য

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে মোবাইল চুরির অপবাদে শিক্ষার্থীর মাথা ন্যাড়া করে দিল ইউপি সদস্য
মঙ্গলবার ● ৮ ফেব্রুয়ারী ২০২২


দুমকিতে মোবাইল চুরির অপবাদে শিক্ষার্থীর মাথা ন্যাড়া করে দিল ইউপি সদস্য

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে মোবাইল চুরির অপবাদে নাবিল (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়েছেন পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা। এসময় তাকে মারধরও করা হয়। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল দশটার এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শিক্ষার্থী নাবিলের মা হাসিনা বেগম জানায়, নাবিল মৌকরণ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনির ছাত্র। স্কুল বন্ধ থাকায় বড় ভাই রবিউলের সঙ্গে পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার সামনে কাজে যায়। এসময় ওই
মাদ্রাসার শিক্ষক ওলিউল্লার মোবাইল ফোন না পেয়ে নাবিলকে চোর সন্দেহ করে মেম্বর রানার হাতে তুলে দেয়। পরে মেম্বর রানা ও রিপন মুন্সিসহ বেশ কয়েকজন নাবিলের মাথার চুল কেটে দেয় এবং মারধর করে। এর কিছু পর পরই ওই মোবইলটি পাশেই পাওয়া যায়।

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।


এমআর

বাংলাদেশ সময়: ০:১৫:১৯ ● ২০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ