পটুয়াখালীতে ৪৯০০শ’ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ৪৯০০শ’ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর
মঙ্গলবার ● ৮ ফেব্রুয়ারী ২০২২


পটুয়াখালীতে ৪৯০০শ’ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগান কে সামনে রেখে পটুয়াখালীতে মুজিব শতবর্ষ উপলক্ষে শুরু হয়েছে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান। এনিয়ে মংগলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক দরকার
হলে এক প্রেসব্রিফিং এর আয়োজন করে পটুয়াখালী জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বকর ছিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী সহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও সাংবাদিক বৃন্দ।

প্রেসব্রিফিংয়ে বল হয়, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে গৃহহীনকে গৃহদান কার্যক্রম চলমান রয়েছে। ৭ মার্চ ২০২০ এ ঘোষণা দিয়েছিলেন ‘ মুজিববর্ষে দেশে কোন
মানুষ গৃহহীন থাকবে না ‘। প্রধানমন্ত্রীর এই অঙ্গিরার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ শুরু করে এবং টিম ওয়ার্কের মাধ্যমে সারা দেশব্যাপি ১ ম পর্যায়ে ক শ্রেনীর ৬৯,৯০৪টি এবং ২য় পর্যায়ে ক শ্রেণির ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক ভাবে জমি ও গৃহ প্রদান করেন। এর মধ্যে পটুয়াখালী জেলার ৮ টি উপজেলায়
১ম পর্যায় ২,১৩১ টি ও ২য় পর্যায়ে ২,৭৮১ টি ঘর বরাদ্দ প্রদান করা হয়। যা ইতিমধ্যে উপকার ভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৫৪ ● ২২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ