পটুয়াখালীর ৬টি ইউনয়নে চলছে ভোটগ্রহণ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর ৬টি ইউনয়নে চলছে ভোটগ্রহণ
সোমবার ● ৭ ফেব্রুয়ারী ২০২২


পটুয়াখালীর ৬টি ইউনয়নে চলছে ভোটগ্রহণ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে উৎসব ও আনন্দমুখর পরিবেশে পটুয়াখালীর ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চলছে ভোট গ্রহন। ঘড়ির কাটা ধরে সকাল ৮টায় বাউফলের ৪ টি ইউনিয়ন পরিষদের ইভিএম ও বাকি ২ টি ইউনিয়ন পরিষদে ব্যালটের মাধ্যমে শুরু হয় এ ভোটগ্রহন। প্রশাসনের কড়া নজরদারিতে একটানা এ ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল ৮টায় ভোটগ্রহন শুরু হলেও সাতটা থেকে ভোট কেন্দ্রগুলোতে আসতে থাকে ভোটার। তবে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি রয়েছে ব্যাপক। বাউফলে ৪টি ইউনিয়নের সকল কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন হওয়ায় ভোটগ্রহন যেমন বিলম্বিত হচ্ছে তেমনি ভোটার বিব্রত পরিস্থিরি সম্মুখীন হচ্ছে।

এদিকে দ্বীপ উপজেলার রাঙ্গাবালীর নদী বেষ্ঠিত বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদে মামলা জটিলতার অবসান শেষে প্রায় ১৯ বছর অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। একই উপজেলার নব গঠিত মৌডুবি ইউনিয়ন পরিষদে আজ প্রথম বারের মত অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহন। ফলে ্ফলে এ দুটি ইউনিয়নের ভোটাদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশে হচ্ছে ভোটগ্রহন।

যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের জন্য ১৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৯ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্যসহ মাঠে বিজিবি, র‌্যাব ও কোষ্টগার্ডে মোবইল টিম মোতায়েন করা হয়েছে। ভোটে ৯২ হাজার ৭শ‘ ৮৩ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ২৬ জন, মেম্বর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী মেম্বর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এদিকে বাউফলের দাসপাড়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

বাউফল সদর ইউনিয়নের দক্ষিন হোসনাবাদ ভোটকেন্দ্রের প্রিজাইডিং আফিসার সহাকারী পল্লী উন্নয়ন কর্মকর্ত্ রুহুল আমিন বলেন, ইভিএম মেশিন ব্যবহারে ভোটাররা অভ্যস্থ না হওয়ায় ভোটগ্রহন বিলম্বিত হচ্ছে হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত ২৩ ভাগ গ্রহন করা হয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১০:৫৫:৫৬ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ