চরফ্যাশনে জেলে ও কৃষকের মাঝে উপকরণ বিতরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে জেলে ও কৃষকের মাঝে উপকরণ বিতরণ
রবিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২২


চরফ্যাশনে জেলে ও কৃষকের মাঝে উপকরণ বিতরণ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার হতদরিদ্র জেলে ও কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মৎস্য ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক ও জেলেদের মাঝে এমপি জ্যাকব আধুনিক প্রযুক্তির ধান রোপনের মেশিন, হতদরিদ্র ১৩ জন জেলেকে ১টি করে গরু ২০টি হাস ১টি হাসের ঘর, ২০ টিমুরগী ও ১ টি মুরগীর ঘর এবং গরু, হাস ও মুরগীর খাদ্য বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপস্থিত মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক ( ফিল্ডসার্ভিস) মাহমুদা খানম, ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামুন অর রশীদ চৌধুরী, বরিশাল বিভাগের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, কৃষি কর্মকর্তা আবু হাছনাইন উপস্থিত ছিলেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:০০ ● ৬১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ