চরফ্যাশনে মুক্তিযোদ্ধার জমিতে অবৈধ দখল উচ্ছেদ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে মুক্তিযোদ্ধার জমিতে অবৈধ দখল উচ্ছেদ
শনিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২২


চরফ্যাশনে মুক্তিযোদ্ধার জমিতে অবৈধ দখল উচ্ছেদ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের জিন্নগড়ের উত্তর মাদ্রাজ মৌজার দু‘আদালতের নিষেজ্ঞা অমান্য করার অপরাধে নারী মুক্তিযোদ্ধার জমিতে প্রভাবশালীদের ছত্রছায়ায় নির্মিত ঘর ভেঙ্গে দিলেন সহকারী কমিনার (ভূমি) আবি আবদুল্লাহ খাঁন। তিনি শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুলের নির্দেশে  ফোর্স নিয়ে জোরপূর্বক উত্তোলকৃত নির্মিত ঘর ভেঙ্গে দেন।
জানা যায়, উত্তর মাদ্রাজ মৌজার খতিয়ান এসএ ৬২, দাগনং ২১৩০ ডিপি খতিয়াননং ১৫৭৬ দাগনং ৪৭২৩ ৬একর ৬শতক জমি নিয়ে মুক্তিযোদ্ধা ফরিদা বেগম ও প্রতিপক্ষ জিন্নগড় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিজল হকগংদের সাথে বিরোধ চলছিল। উক্ত জমি নিয়ে মুক্তিযোদ্ধার ছেলে রিফাত বাদী হয়ে চরফ্যাশন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ০২/২০২২ এবং মুক্তিযোদ্ধা ফারিদা বেগম বাদী নিবাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এমপি ১/২০২২ দায়ের করেন। উক্ত মামলা দুটি উভয় আদালত নিষেজ্ঞা প্রদান করেন। নিষেজ্ঞাকে বৃদ্ধাঙ্গু দেখিয়ে স্থানীয় ইউপির সদস্য শফিজল মেম্বার ক্ষমতার দাপটে জোরপূর্বক ঘর উত্তোলন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মুক্তিযোদ্ধা ফরিদা বেগম অবগত করলে নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আবি আবদুল্লাহ খাঁন ফোর্স নিয়ে ঘর শনিবার সকালে উত্তোলনকৃত ঘর ভেঙ্গে দেন।
ভোলা জেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা ফারদা বেগম বলেন, জোরপূর্বক আমার ৪৭২৩ দাগে নিষেজ্ঞা অমান্য করে ঘর উত্তোলন করেছে। এতে ভেকু দিয়ে জমিতে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। আমি উক্ত জুলুমবাজদের বিচার চাই।
এই ব্যপারে ইউপির সদস্য শফিজল বলেন,আমরা ঘর উত্তোলন করেছি ১ সাপ্তাহ আগে। আদালতে নিষেজ্ঞা পেয়েছে চলতি মাসে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩১:২৬ ● ৪২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ