রাঙ্গাবালীতে কোডেক প্রসপারিটি প্রকল্পের সভা

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে কোডেক প্রসপারিটি প্রকল্পের সভা
বৃহস্পতিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২২


রাঙ্গাবালীতে কোডেক প্রসপারিটি প্রকল্পের সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

সোশ্যাল এ্যাডভোকেসি এ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের আওতায় উপজেলা পর্যায়ে প্রতিবন্ধিতা জরিপে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অন্তর্ভুক্তি বিষয়ক সভা করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) সহায়তায় বাস্তবায়নকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার  (কোডেক) পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্প উদ্যোগে এ সভা হয়।  মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  এ্যাডভোকেসি কর্মশালার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ এখলাসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিব হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম সগীর, একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, প্রতিবন্ধি সদস্য, পিভিসি সদস্য, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।  আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ শরীফ টেকনিকাল অফিসার-কমিউনিটি মোবিলাইজেশন কোডেক, মোঃ আবুল কালাম আজাদ রাঙ্গাবালী শাখা ব্যবস্থাপক কোডেক, রাঙ্গাবালী শাখা, মোঃ সাইদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক কোডেক বাহেরচর শাখা, কোডেক এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
টেকনিক্যাল অফিসার  মোহাম্মদ শরীফ, পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের কার্যক্রমের উপর একটি উপস্থাপনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এনজিও দের কাজ হচ্ছে সরকার যে সকল উন্নয়ন মূলক কাজ করে সেগুলোকে অধিকতর সহযোগিতা করা নতুন কোন এজেন্ডা বাস্তবায়ন নয়। আপনারা সরকারের সহযোগি হয়ে কাজ করবেন এটাই আমরা আশাকরছি। আপনারা দূর্গম চরাঞ্চল গুলোতে কাজ করবেন বিশেষভাবে অবহেলিত চর কাশেম,চর কলাগাছিয়া ও  চরমন্তাজের মান্দ্রা গোষ্ঠিকে অবশ্যই আপনাদের সেবার আওতায় আনবেন। আপনাদের কাজের সফলতা কামনা করছি। সভাটি সঞ্চালনা করেন মোঃ সোলায়মান কার্যক্রম কর্মকর্তা কোডেক,সোশ্যাল এ্যাডভোকেসী এন্ড নলেজ ডিসেমিনেশন কার্যক্রম।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:১৯ ● ২৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ